শেয়ার করুন বন্ধুর সাথে
AbdulHalim

Call

তাং রাজবংশঃ

(১৮ জুন, ৬১৮–৪ জুন, ৯০৭) হচ্ছে চীনের ইতিহাসের অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধ একটি রাজবংশ। পূর্ববর্তী সুই রাজবংশের পর এর গোড়াপত্তন ও পরবর্তীকালে পঞ্চ রাজবংশ ও দশ সাম্রাজ্য সময়কালে এটি শেষ হয়। লি (李) পরিবার এই রাজবংশের গোড়াপত্তন করে। সুই পরিবারের ক্রমাগত শক্তিহ্রাস ও পতনের পর এই বংশ চীনের ক্ষমতা অধিকার করে। এই রাজবংশ তার সময়কালে দ্বিতীয় ঝু রাজবংশের (১৬ অক্টোবর, ৬৯০-৩ মার্চ, ৭০৫) দ্বারা বহুবার আক্রমণকৃত হয়েছিলো। তখন রানী উ জেতিয়ান ক্ষমতাবলে সিংহাসন দখল করেন। তিনি ছিলে এখন পর্যন্ত চীনের ইতিহাসে একমাত্র রানী যিনি নিজ অধিকার বলে সাম্রাজ্য শাসন করতেন।


তাং রাজবংশের রাজধানী চাংআন (বর্তমানের জিয়ান) ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে জনবহুল শহর। এ সময়টিকে চৈনিক সভ্যতার অন্যতম উচ্চতম শিখর হিসেবে বিবেচনা করা হয়। এই রাজবংশের আগে হান রাজবংশের শাসনামলকে ধরা হয় চৈনিক সভ্যতার বৈশ্বিক সংস্কৃতির স্বর্ণযুগ।

সোর্সঃ উইকিপিড়িয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ