রুট করা ই হয় বাড়তি কিছু সুবিধা এর জন্য।আপনি আবার রুট করতে পারেন।কিন্তু রুট করার পর আপনার স্টক রমটা ব্যাকাপ নিয়ে নিবেন সবার প্রথমে তাহলেই আর কোন চিন্তা নেই।কোন সিস্টেম এপস ডিলেট করে ফেললেও আপনি রিকভারি মোড এ গিয়ে আপনার ননড্রয়েড রম নিজে আবার ফ্ল্যাশ করতে পারুন।তাই স্টক রম ব্যাকাপ করুন আর সেট এর উপর অত্যাচার চালান অসুবিধা নেই।ধন্যবাদ।কোন প্রশ্ন থাকলে মন্তব্য করুন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

আপনি আবার ইচ্ছে হলে রুট করুন, 

তারপর যা ইচ্ছা তাই করুন, শুধু দুটো

জিনিস কখনোই করবেন না, 

১. সিস্টেম অ্যাপ ফ্রিজ বা আনস্টল বা

ডিলিট করবেন না।  

২. সিস্টেম ফন্ট বার বার চেন্জ করতে

যাবেন না, নাহলে আবার সেট ব্রিক

করবে।  

এদুটো বাদে আপনি রুট করে বাড়তি

সুবিধা নিতে পারেন, ব্রিক হওয়ার

সম্ভাবনা অনেকটা কম থাকবে।  


( আর রুট করার আগে,  সিস্টেম ব্যাক-আপ

করে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ