Call

প্রবাশে থাকেন আর যেখানেই থাকেন, মরা কোন সমাধান নয়। যে বিষযে টেনশন সেটা মন থেকে ডিলেট করার চেষ্টা করুন। মন থেকে মনে করুন ওটা কোন সমস্যা না। অযথা টেনশন করবেন না। নামায পড়ুন। প্রফুল্ল বোধে থাকুন। কোন সমস্যা হলে আপনার মা বাবাকে বুঝান.... ইত্যাদি। আর নিজেকে শেষ করে দেয়া কি যুক্তি ভাই??

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Himal

Call

দেখেন ভাইয়া প্রবাসে আমার ফ্যামিলির লোক ও থাকে আমি বিষয়টা বুঝতে পারছি আপনি আপনার ফ্যামিলিকে যতটুকু সম্ভব ইসলামিক দীন শিক্ষায় আগ্রহী করে তুলুন আর নিজেও ইসলামের পথে অগ্রশর হোন তাহলে শান্তি আখিরাতে ও পরকালে সমান পাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ভাই অত টেনশন করেন না।নিজের উপর আস্থা রাখুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আত্মহত্যা কখনই কোনো সমাধান হতে পারে না। আমি আপ'নাকে এক'টা ভালো উপদেশ দিচ্ছি।  করলে আপনার লাভ। প্রতিদিন ৫ মিনিট করে অর্থ সহ কুরান পড়ুন।  দেখবেন প্রশান্তি লাভ করবেন। নিজের চেয়ে আল্লাহ কে বেশি ভালবাসুন।  জীবনে কোনো দু:খ আপনাকে  তখন স্পর্শ করবেনা। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Jewel Rana

Call

মানব জীবনে দুঃখ,কষ্ট,হতাশা,আনন্দ,বেদনা ইত্যাদি থাকবেই। তাই সামান্য কোন কারণে আত্নহত্যার চিন্তা করা বোকামি ছাড়া আর কিছুই নয়। বিপদ দিয়ে আল্লাহ তার বান্দাদের মন পরীক্ষা করেন। যেকোন বিপদে ধৈর্য ধারণ করুন। দুঃখের মেঘ আপনার মাথা থেকে সরে যাবে। জীবনে যা কিছু ঘটবে সব কিছুকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়ার চেষ্টা করুন। তাহলে আর মন খারাপ হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
fysal3668

Call

জাহান্নাম কে আল্লাহ সাজিয়েছে মোনমত আর আল্লাহ জান্নাত কে সাজিয়েছে দিলের বিরুদ্ধে । আল্লাহ আপনাকে সুন্দর একটি জিবন দিয়েছেন কি ভুল সিদ্ধান্ত নিয়ার জন্য। আপনি তো আল্লাহর আসেক ।আমরা আসছি দুনিয়াতে বান্দা হয়ে আল্লার কাছে ফিরে যাবো বন্ধু হয়ে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ