শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে, ﻋﻦ ﺑﺮﻯﺪﺓ ﺭﺿﻰ ﺍﻟﻠﻪ ﺗﻌﺎﻟﻰ ﻋﻨﻪ ﻗﺎﻝ ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻯﻪ ﻭﺳﻠﻢ ﻟﻌﻠﻰ ﻯﺎ ﻋﻠﻰ ﻻﺗﺘﺒﻊ ﺍﻟﻨﻈﺮﺓ ﺍﻟﻨﻈﺮﺓ ﻓﺎﻥ ﻟﻚ ﺍﻻﻭﻟﻰ ﻭﻟﻯﺴﺖ ﻟﻚ ﺍﻻ ﺧﺮﺓ অর্থঃ- “হযরত বুরাইদা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত| তিনি বলেন, আল্লাহ্ পাক উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে উদ্দেশ্য করে বলেন, হে আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, দৃষ্টিকে অনুসরণ করবেন না| প্রথম দৃষ্টি (যা অনিচ্ছা সত্ত্বে পতিত হয় তা) ক্ষমা করা হবে; কিন্তু পরবর্তী দৃষ্টি ক্ষমা করা হবে না|” দলীল- √ আহমদ, √ তিরমিযী, √ আবু দাউদ, √ মিশকাত| সুতরাং এটি সম্পূর্ণ গুণাহ এর কাজ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ