ইমাম ও মোয়াজ্জিন যেহেতু মসজিদের বেতনভুক্ত কর্মচারি সেহেতু মসজিদ কমিটির অনুমোদন সাপেক্ষে তাদের বিনামূল্যে যে কোন ফল খেতে দিতে পারেন।তবে অনুমতি ছাড়া খেলে অবশ্যই গোনাহগার হবেন।পাশাপাশি মসজিদ কমিটির অনুমোদন সাপেক্ষে যে কোন ফল বা খাবার মসজিদের পক্ষ হতে বিতরণ করতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
kanon

Call

আপনি দেখুন আপনি যে ফলটি কিনলেন তার দামটা নিশ্চয়ই বাজারের থেকে কম।

ফল বিক্রির করে সেই টাকাটা মসজিদের ফান্ডে জমা হচ্ছে।

আর সেই টাকা নিশ্চয়ই মসজিদের কোন উন্নয়নের কাজে ব্যাবহার করা হচ্ছে।

আর যে বেক্তিগতভাবে গাছ, ফল গুলোর দেখা শোনা করছে তার নিশ্চয়ই বেতন আছে। ইত্যাদি


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মসজিদের  কোনও সম্পদ  যেমন জমি  বিক্রিত টাকা , 

গাছের ফল বিক্রিত টাকা ,  মসজিদের  উন্নয়নের জন্য 

আদায় কৃত  টাকা  ইত্যাদি শুধু মসজিদের কাজেই

ব্যয় করতে হবে ।এতে মুয়াজ্জিন বা ইমামের কোনও 

অধিকার নেই ।  তেমনি মসজিদের ফলও মুয়াজ্জিন 

বা ইমাম   খেতে  পারবে না ।  তাদের ব্যক্তি গত ভাবে 

কোনও অধিকার  নেই ।

আর মসজিদর নারিকেল, অাম ইত্যাদি যা অন্যদের কাছে বিক্রি করা হয়েছে । এখন        ফলগুলোর মালিক তো ঐ ক্রেতা ।  ইমাম, মুয়াজ্জিন , আপনি বা  যেকোনও  কেউই ফল খেতে চাইলে ঐ ক্রেতার নিকট থেকে নিয়ে খেতে  হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ