ফেসবুক থেকে মোবাইল delet করা যায় কি, আমার আই এডিতে দুই টা নাম্বার আছে remove করতে চাইছি but হচ্ছে না।কি করতে পারি, আপনারা জানলে plz বলবেন।


Share with your friends
AbdulHalim

Call

ফেসবুকে লগইন করে account setting >general

 >phone এ প্রবেশ করলে নিচের ছবির মত আসবে।

image

লাল বৃত্তের মধ্যে রিমুভ লেখাতে ক্লিক করবেন তাহলে

নিচের ছবির মত আসবে।

image

খালি বক্সে পাসওয়ার্ড দিয়ে remove phone এ ক্লিক 

করুন।তাহলে কাজ হবে।

Talk Doctor Online in Bissoy App
ArifRobbani

Call

হ্যা ভাই ডিলেট করা যায়।আপনি নিচেsetting&privacy তে গিয়ে genarul এ ক্লিক করবেন তার সেখানে কিছু অপশন দেখা যাবে সেখান থেকে PHONE এ গিয়ে দেখবেন Edit লিখা সেখানে ক্লিক করার পর আপনার দেওয়া নামার গুলো দেখতে পাবেন সাইডে লেখা দেখবেনremove সেখানে ক্লিক করে কনফার্ম করলেই হয়ে যাবে

Talk Doctor Online in Bissoy App