আপনি কম্পিউটারে data recovery সফটওয়্যারটা ব্যবহার করে দেখতে পারেন। হলে ও হতে পারে। তবে না হওয়ার সম্ভাবনা বেশি।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

Undelete নামক একটি অ্যাপ আছে, আনি ওটা দিয়ে চেষ্টা করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আমরা আমাদের এন্ড্রয়েড ফোনে অনেক প্রয়জনীয় ফাইল সংরক্ষন করে রাখি।কিন্তু সেই ফাইল যদি ভুল করে ডিলিট করে ফেলি?আর ফাইল টা যদি খুব বেশি ই দরকারি হয়?তখন তো আর কান্নাকাটি করে সেই ফাইল ফিরে পাওয়া যাবে না।তাছাড়া কখনো কখনো মেমরি ফরমেট দেয়ার কারনে সব ফাইল হারিয়ে যায়।এখন কোন উপায় কি নেই যার মাধ্যমে হারানো ফাইল ফিরে পাওয়া যাবে? কোন কিছুই অসম্ভব নয় এই দুনিয়ায়।তাই আআজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন এক শক্তিশালী এপ যার মাধ্যমে খুব সহজেই হারিয়ে যাওয়া ফাইল উদ্ধার করতে পারবেন।নিচের লিনক থেকে ডাউনলোড করে আপনার এন্ড্রয়েড ফোনে ইন্সটল করে ফেলুন।আর সব হারিয়ে যাওয়া ফাইল সংগ্রহ করে নিন। Download Link: http://www37.zippyshare.com/v/8173849/file.html এই এপ ব্যবহারের জন্য আপনার ফোনটি অবশ্যই রুটেড হতে হবে।

Talk Doctor Online in Bissoy App