আমার Samsung Galaxy S2 মোবাইলে পাটেন্ড লক করি। কিন্তু ৫মিনিট পরে আমি নিজেই লক ভুলে যাই। ওনেক বার ভুল করাই মোবাইলে জিমেইল আই ডি চাই। তখন আমি মোবাইলটি বন্ধ করি এর পর মোবাইল জখন খোলার জন্য অন বাটন চাপি। তখন মোবাইলটি খোলে কিন্তু কোন অপশন আসে না। ডিসফ্লেতে s2 লেখা উঠে থাকে এখন কি করব। প্লিজ হেল্প মি।
Share with your friends
Call

প্রথমে সেট থেকে ব্যাটারি খুলে রাখুন ১৫ সেকেন্ড করে। এরপর ব্যাটারি ঢুকান। Volume up এবং Home butto. একসাথে চেপে ধরুন http://www.hardreset.info/media/resetinfo/2014/141/c5e00f7d2f2e459195bff6178abf0227/samsung-i9100-galaxy-s-ii.jpg Volume Up এবং Home button চেপে ধরা অবস্থায় পাওয়ার বাটন চেপে ধরুন, ভাইব্রেশন দিলে ছেরে দিন। http://www.hardreset.info/media/resetinfo/2014/141/0f44d072f5f349b8a548f9af4f9f59b9/samsung-i9100-galaxy-s-ii.jpg এরপরে Recovery menu দেখতে পাবেন সেখানে "wipe data/factory reset" অপশন পাবেন, এবার Power button এর মাধ্যমে সিলেক্ট করবেন এবং Volume buttons দিয়ে উপরে নিচে যাবেন http://www.hardreset.info/media/resetinfo/2014/148/aa9375cf3415435194bd3404106a80c0/samsung-i9100-galaxy-s-ii.jpg এরপর "Yes -- delete all user data". সিলেক্ট করে ওকে করুন http://www.hardreset.info/media/resetinfo/2014/148/9c924213ed8c40dba7eb7e6e95aa686c/samsung-i9100-galaxy-s-ii.jpg দেখুন ডাটা ক্লিয়ার হচ্ছে, ডাটা ক্লিয়ার হয়ে গেলে "reboot system now". অপশন আসবে, সেখান থেকে রিসেট দিন "পাওয়ার বাটন চাপলেই রিসেট হয়ে যাবে " http://www.hardreset.info/media/resetinfo/2014/148/e853d96c06f44ff4bfbc443c08b921e2/samsung-i9100-galaxy-s-ii.jpg Done! এভাবে না হলে ফ্লাশ করতে হবে ।

Talk Doctor Online in Bissoy App