সাপে কামড়ালে গ্রাম অঞ্চলে ওঝাতে বিষ নামাই ওঝাতে বিষ নামাতে পারে এটাই বোজ্ঞনিক ব্যাখা কি ? এটা কি কুসংস্কার নাকি এর বোজ্ঞনিক ব্যাখা আছে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call

দেশের অধিকাংশ

সাপই বিষহীন! বলা যাই ৯০ থেকে

৯৫ ভাগই বিষহীন! আর ৫ থেকে ১০ ভাগ

সাপ বিষাক্ত! সুতরাং আপনাকে যদি

অবিষাক্ত সাপে কাটে তাহলে

কবিরাজের কাছে গেলেও সারবে ,

আর না গেলেও সারবে! যদি বিষাক্ত

সাপে কাটে তাহলে ওঝা কেন তার

ওস্তাদরে আনলেও কিছু করতে পারবে

না!( কিছু ব্যাতিক্রম ছাড়া)

অথাৎ ১০০জন রোগীর ৯৫জনই এমনিতে

ঠিক হয়ে যাবে , যেটাকে ওজারা

তাদের কেরামতি হিসাবে

দেখায়! অনেকটা, ঝড়ে বক মরে আর

ফকিরের কেরামতি বাড়ে "

এটাই বৈজ্ঞানিক ব্যখ্যা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ