ভাই আমার Android Huwei Y220-u10 ফোন kingroot এ্যাপ দিয়ে রুট করে ফোনের ঐ এ্যাপ থেকেই সকল এ্যাপ এবং সেটিং আনস্টল ও ডিলিট করেছি। তারপর ফোনটা রিসেট দিয়েছি কিন্তু কোন কিছু আসছে না শুধু ডিসপ্লেতে Huwei লেখা আসছে। এখন আমি কিভাবে সারব। ফোনে কি সমস্যা হয়েছে।
Share with your friends
TarikAziz

Call

আপনার মোবাইলের সফ্টওয়ার উড়ে গিয়েছে,

মোবাইলের দোকানে গিয়ে আবার সফ্টওয়ার মেরে

নিন, ঠিক হয়ে যাবে। 


(এই জন্যই রুট করতে হয় না, আমার দুবার

এরকম হয়েছে)


Talk Doctor Online in Bissoy App

লও ঠেলা । যদি নিজে পারেন কম্পিউটার দিয়ে এ ফোনকে 

Flash করে নতুন করে software দিয়ে সেটাপ করুন । 

অথবা একজন দক্ষ কারিগর এর শরনাপন্ন হোন । 

Talk Doctor Online in Bissoy App
roxtarboy

Call

আপনার কথা থেকে যা বুঝতে পারতেছি - আপনার মোবাইলটা Soft Break করেছে । রুট করে System Apps ডিলিট করলে তো মোবাইল টা ব্রিক করবেই! এটা ঠিক করতে একজন দক্ষ মোবাইল কারিগর দিয়ে Official Firmware দিয়ে Flash করতে হবে । তাহলেই আপনার উক্ত সমস্যাটি দূর হয়ে যাবে ।

Talk Doctor Online in Bissoy App