ভাই ছাফি,পিউটন,সিনকারা এই তিন টা ঔষধ কি একসাথে খাওয়া যাবে। এবং কোনটার কি কি উপকারিতা জানতে চাই? আর যদি খাই শরিরে কোন সমস্যা হবে এবং ভবিষ্যৎ কোন সম্যা হবে????????
শেয়ার করুন বন্ধুর সাথে
Yakub Ali

Call
    পিউটন ক্ষতিকর তাই না খাওয়াই ভালো কারমিনা আর সিনকারা খেতে পারেন। সিনকারাঃ
  • মানসিক চাপ ও দুর্বল অবস্থা
  • ভিটামিন ঘাটতি
  • রোগমুক্তির সময়
  • ক্ষুধামান্দ্য
  • সংক্রমন প্রতিরোধক
  • গর্ভকালীন
  • মানসিক কার্যক্ষমতা
  • দেহের ওজন হ্রাস প্রতিরোধ
  • অদম্য মানসিক শক্তি বৃদ্ধি
  • স্নায়ু দৌর্বল্য ও অবসাদ
  • স্বল্প পুষ্টিহীনতা
  • অতিরিক্ত বিপাক
  • অ্যান্টিবায়োটিকের কারণে ভিটামিনের ঘাটতি
  • স্নায়ু চাপ ও তীব্র অসুস্থতা
  • পুষ্টি থেরাপি
  • পরিশ্রম সাধ্য ব্যায়াম
  • সিনকারা সেবনবিধিঃ প্রাপ্ত বয়স্ক: ৬ চা চামচ দৈনিক ২ বার।
  • কারমিনাঃ
  • অম্লাধিক্য
  • বায়ুজনিত পেট ব্যথা
  • পেট ফাঁপা
  • বদহজম
  • ক্ষুধামান্দ্য
  • পাকস্থলীর দুর্বলতা
  • লিভারের দুর্বলতা
  • বমি ও বমিভাব
  • চুকা ঢেকুর
  • কোষ্ঠকাঠিন্য
  • কারমিনা সেবনবিধিঃ প্রাপ্ত বয়স্কঃ ২ চা চামচ দৈনিক ২-৩ বার আহারের পূর্বে সেব্য।


কারমিনা সিনকারায় ক্ষতি নাই।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ