Share with your friends

Call

যে সকল মৌলের সর্বশেষ ইলেকট্রনটি d অরবিটালে প্রবেশ করে তাকে d ব্লক মৌল বলে। আবার যেসকল মৌলের d অরবিটালের ইলেকট্রন আংশিক পূর্ন থাকে d(1-9) তাদেরকে অবস্থান্তর মৌল বলে ।। তাহলে কোন মৌলের যদি d অরবিটালে 10 টি ইলেকট্রন থাকে তাহলে সেটি অবস্থান্তর মৌল হবেনা.. কিন্তু d ব্লক মৌল তো হবে।। তাই বলা যায়"সকল অবস্থান্তর মৌল dব্লক মৌল কিন্তু সকল dব্লক মৌল অবস্থান্তর মৌল নয়.

Talk Doctor Online in Bissoy App