symphony v52 বৃষ্টির পানিতে ভিজে র্টাস কাজ করে না, সেট on হয় display তে সব আসে, কিন্তু স্কিন র্টাস কাজ করে না। এখন আমি এটার জন্য কি করব।
Share with your friends
Unknown

Call

পানি ঢুকলে শর্ট সার্কিট সৃষ্টি হয়ে ফোনের যেকোনো অংশ বিকল হতে পারে, যেহেতু ডিসপ্লে এখনো ঠিক আছে, সম্ভবত আপনার ফোনের টাচ নষ্ট হয়ে গেছে বা এর সার্কিট বিচ্ছিন্ন হয়ে গেছে, দ্রুত মোবাইল সার্ভিসিং এর দোকান থেকে ওয়াশ করে প্রয়োজন হলে নতুন টাচ লাগান। পানি ঢোকার পর ওয়াশ না করলে নতুন কোনো সমস্যাও হাজির হয়ে যেতে পারে।

স্লিম সেট ছাড়া অন্যান্য ফোনে সর্বোচ্চ ১০০০ টাকার মধ্যেই হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App