ভাই, অন করলে যে মোবাইল সে ব্র্যান্ডের নাম আসবেই। যদি অন না হয় কোননভাবেই তবে কেয়ারে নিতে পারেন। সফ্টওয়্যারের প্রব্লেম। আপডেটদিলেই হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি ফোনটি কাষ্টমারকেয়ারে নিয়ে দেখান। softwer এর মাধ্যমে ঠিক করে দিবে

Talk Doctor Online in Bissoy App

আপনার হ্যান্ডসেটটি Symphony ব্রেন্ডের. সে ক্ষেত্রে হ্যান্ডসেটটি অন বা অফ করতে Symphony ব্রেন্ডের লোগোই দেখাবে এটাই স্বাভাবিক। 

আর যদি Bootloop হয় অর্থাৎ

আপনার হ্যান্ডসেট টি Symphony ব্রান্ডের।  এখন আপনি
যখন আপনার হ্যান্ডসেট অন কারার চেষ্টা করেও বার বার  
image
শুধু এই রকম  পাওয়ার অন লোগোতেই আটকে আছে বা বার বার একাই হ্যান্ডসেটটি বন্ধ আর চালু হচ্ছে (এক কথায় শুধু বার বার Boot হচ্ছে), হোম স্ক্রিন আসছে না  অর্থাৎ OS চালু হচ্ছে না এমন হয় তখন সেটাকে Bootloop বলে। Bootloop হলে কম্পিউটার থেকে মোবাইল স্টক রোম ফ্ল্যাশ করে রিকভার করা যায়। আর এটার মাধ্যমে আপনি তা ঠিক করে নিন। ধন্যবাদ
Talk Doctor Online in Bissoy App