১ আমার ওয়েবকা সাইটের একেবারে উপরে আমি আমার সাইটের নাম লিখেছি,এখন কীভাবে লেখাটা পাল্টাবো বা মুছে ফেলব? ২ আমার সাইট খুললে যে একটা পেজ আসে তা দুটো কীভাবে বানাবো মানে next page যাতে ওখানে ক্লীক করলে আরেকটা পেজ আসে? ৩ আমার সাইটে যেসব ফোল্ডার আছে মানে image,video,audio,game etc এগুলোর ভিতরে কীভাবে আরো একাধিক ফোল্ডার বানাবো?আর এসব ফোল্ডারে কীভাবে ফাইল আপলোড করব? ৪ এখানে কী কোন ভাবে অটো আপলোড দেওয়া যাবে মানে আলাদা সাইটের লিংক দেওয়া যাবে কী? প্লিজ জানান| দয়া করে নাম্বার অনুযায়ি এক এক করে উওর দিবেন|
Share with your friends
Call

১।।আপনি :: EDIT SITE (#):: এ গিয়ে নীচে দেখবেন > Edit items (7) ওখানে ক্লিক করে এডিট কেরুন।। ২।। আপনি :: EDIT SITE (#):: এ গিয়ে - New page(1) ডুকুন।।বক্সে আপনার পেইজের নাম লিখুন।।নিচে সাবমিট করুন। ৩।। আপনি :: EDIT SITE (#):: এ গিয়ে নীচে দেখবেন - Content Manager।। এখানে ডুকুন।তারপর যে ফোল্ডার বানাবেন সেখানে ডুকুন।। ধরুন আপনি ভিডিও ফোল্ডার বানাবেন। সেখানে ডুকুন Create new Category ক্লিক করে কিছু লিখে সাবমিট দিন।।। ৪।অটো আপটেট হবে না।। চাইলে অন্যর সাইট থেকে আপলোড দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App