প্রথমে আপনার wapka সাইটে login করুন।তারপর Edit site এ যান।তারপর নিচের দিকে File manager এ প্রবেশ করুন।সেখানে create directory থেকে নতুন Directory তৈরি করুন।যেমন: Photos. [এখন দেখেন আপনি যে directory তৈরি করেছেন তার সামনে #1 আছে।এটিই আপনার directory id] এখন Photos এ প্রবেশ করুন। এখন একদম উপরে দেখেন একটি খালি বক্স আছে।সেখানে ক্লিক করেন। তারপর আপনার Memory card পাবেন। আপনার File টি নির্বাচন করেন। UPLOAD FILE এ ক্লিক করেন।আপনার File টি আপলোড হলে সেখান থেকে Back করে Main page এ চলে আসুন। এখন আপনি আপলোড করা ফাইলটি যে page এ দেখাতে চান তাতে প্রবেশ করুন।এবং edit site এ যান সেখান থেকে wml/xhtml এ ক্লিক করুন।এবং এই কোডটি স্থাপন করুন মনে রাখবেন এখানে d=22 থেকে 22 কে মুছে আপনার Directory id দিন যেখান থেকে গান আপলোড করবেন সেই আইডির url. লিংক তাহলে গান, পিকচার আপলোড হবে।

Talk Doctor Online in Bissoy App

প্রথমে ওয়াপকাতে ফাইল আপলোড দিতে হলে content manager এ গিয়ে আপলোড দিতে হবে ।নিচে অনুসরণ করুণ... ধরি যদি কনো এ্যপস আপলোড দিতে চান তাহলে প্রথমে content manager এ software এ গিয়ে একটি ডাইরেক্টোরি/ফ্লোল্ডার তৈরি করুণ ।যেমন :java apps ।ওখানে আপলোডে গিয়ে আপলোড দিন । এখন হোমপেজে গিয়ে edit text/new page গিয়ে Software নামে একটি পেজ তৈরি করুণ । এবার সেখানে Edit text : wml/xhtml code এ গিয়ে নিচের কোডটি পেস্ট করুণ ।কাজ শেষ । :list-category-software:, :: %lname% %total%:: :/list-category-software: এখন থেকে কন্টেন ম্যানেজারে software ফোল্ডারে যত গুলো ডাইরেক্টোরি তৈরি করবেন সবগুলো ঐ পেজে শো করবে এবং ফোল্ডারগুলোতে শো করবে আপনার আপলোড করা ফাইলগুলো ।এরপরও বুঝতে কোনো সমস্যা হলে নিচে কমেন্ট করুণ ,ধন্যবাদ ।

Talk Doctor Online in Bissoy App