সেনসিটিভ ত্বকের যত্নে সবসময়ই যত্নশীল হওয়া দরকার !যেকোন কিছু লাগানোর আগে সতর্ক থাকা দরকার !যেমন কোন ক্রীম,উপটান ,ফেসমাস্ক ইত্যাদী ! সেনসেটিভ স্কিনের জন্য পার্লারে ফ্রুট ফেসিয়াল করা যেতে পারে !প্রতি মাসে ১ বার করতে পারেন ! আপনি বাড়িতেও চাইলে ফ্রুট ফেসিয়াল করতে পারেন !বিভিন্ন ধরনের ফল দিয়ে নিজেও বাড়িতে ফেসিয়াল করতে পারেন !** সেনসেটিভ ত্বকের জন্য ফ্রুট ফেসিয়াল পারফেক্ট !ত্বক জোরে কখনোই মুছবেননা! রোদে বের হলে ছাতা ব্যবহার করবেন !পানি বেশি খাবেন দিনে ৭/৮ গ্লাস !সবজি,ফলমুল ও প্রোটিন জাতীয় খাবার বেশি খাবেন !এছাড়াও স্কিন বিশেষজ্ঞ এর সাথে কথা বলে দেখতে পারেন স্কিন নরমাল করা যায় কিনা !কারন সেনসিটিভ ত্বক এ মানানসই কিছু না মাখলে অথবা জোরে মুছলে অনেকসময় চামড়া উঠে !তাই যেকোন কিছু ব্যবহারের পূর্বে পরখ করে দেখুন যে সেই জিনিসটা আপনার স্কিনে সুইট করছে কিনা এবং সবসময়ই এক্সট্রা সতর্কতা অবলম্বন করুন !

Talk Doctor Online in Bissoy App