ওর মনের মতো হতে হলে আপনাকে সবসময় স্বামীর খেদমত করতে হবে। তার কখন কী প্রয়োজন সেটার ব্যবস্থা করে রাখা। সে কোন্ জিনিস চায়, তা তাকে এনে দেয়া। সে যা খায় তা রান্না করা, তার কাপড়চোপড় পরিষ্কার রাখা। তার চাওয়া পূরণ করা। তার মনের অবস্থা বুঝে তার সঙ্গ দেয়া। দুঃখের সময় তাকে সান্ত্বনা দেয়া। সর্বোপরি তার সাথে ভাল আচরণ করার মাধ্যমে আপনি তার মন জয় করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
RanaRana

Call

এই রকম সমস্যার সম্মুখীন হবার প্রধান কারন আমার মতে বয়সের পার্থক্যটাই... যাই হোক বিয়ে যেহেতু হয়েছে মানিয়ে নেবার চেষ্টা করে যান সর্বদা।। যেহেতু আপনাদের ৮ মাস সংসার হয়েছে সেহেতু আপনার স্বামীরর প্রতি যথেষ্ট ধারনা আপনার হয়েছে।। আপনি উক্ত কাটিয়ে আসা সময় টুকু ভাল ভাবে পর্যবেক্ষণ করুন, কোন কাজে বা কথা আপনার স্বামী দ্বিমত বা বেজার হয়ে বা হয়েছিল সেই সমস্ত বিষয় গুলো না করার চেষ্টা করুন।। তাকে স্বামী পাশাপাশি ভালো বন্ধু মনে করুন, স্বামীরর পাশাপাশি ননদ,শাশুড়ি,শশুর,দেবর তাদের প্রতিও যথেষ্ট যত্নবান হোন এতে আপনার স্বামীর মন জয় করতে সহজ হবে।।। আপনি ওনার কাজে সহায়তা চেয়ে পাননি কারন সে চায় আপনি নিজে থেকেই ঘরের লক্ষী হয়ে উঠুন, তাই হয়তো সে আপনাকে সহায়তা করছে না।।। এতে মনে ক্ষোভ বা দুঃখ রাখবেন না, হাজার হলেও তো সে স্বামী আর তার সাথেই সারা জীবন এক সঙ্গে কাটাতে হবে।। আপনাদের সুখী জীবন কামনা করছি।।

Talk Doctor Online in Bissoy App