Call

আত্মবিশ্বাস আর প্রবোল ইচ্ছা মানুষকে নিয়ে যায় চরম উন্নতিতে। আর আপনার দুটোই আছে। তাই আপনিও যে একদিন মুস্তাফিজ হবেন না তা বলা মুশকিল। তবে হ্যা ভাই গ্রামের মানুষ এগুলাকে আশ্রয় দেয়না। এই দেখুন মুস্তাফিজ গ্রামে থাকতো বলে সে 40 কিমি দুরে যায় প্রাকটিস করত.. প্রচুর কষ্ট পেত। কিন্তু সে যে পরিবারের সাপোর্ট পাইতো তেমনটা নয়। তাই আপনাকে নিজে কষ্ট করতে হবে। আপনি নিয়মিত প্রাকটিস করুন। পারলে কাট সেটে প্রাকটিস করুন। কেননা ট্যাপ ট্যানিস বলে ভালো খেলা শেখা যায়না। আর হ্যা যদি নিজের লক্ষ্য সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে কখনই লক্ষভ্রষ্ট হবেন না। একটা কথা আছে না "পাছে লোকে কিছু বলে" এটা শুনা থেকে বিরত থাকুন। আপনি শহরে আসুন। আর সুযোগের অপক্ষায় থাকু৭

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ