2.86*10^-8 এই সংখ্যাটিকে আপনি কিভাবে স্বাভাবিক সংখ্যায় পরিণত করবেন? (সায়েন্টিফিক ক্যালকুলেটরে) calcutor model-(casio fx-82es)
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

সাধারণ সংখ্যায় হিসাব করতে পারেন।

286÷(100*100000000) এভাবে লিখতে পরেন।

২.৮৬ কে ২৮৬/১০০(দশমিক উঠে গেলে)

আর ১০^-৮ কে ১/১০০০০০০০০

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
biggan

Call

2.86*10^-8 এই সংখ্যাটিকে স্বাভাবিক সংখ্যায় পরিণত করা অত্যন্ত সোজা। এর জন্য নিচের ধাপ অনুসরণ করতে হবে।

প্রথমত input প্রবেশ করাতে হবে 2.86*10^-8। এরপর Shift+ENG click করতে হবে। তাহলে 0.0286*10^-6 দেখাবে। তারপর আবার Shift+ENG click করতে হবে। তাহলে 0.0000286*10^-3 দেখাবে।Finally আবার Shift+ENG click করতে হবে। তাহলে 0.000000028*10^0 দেখাবে। যদিও ক্যালকুলেটরে জায়গা না থাকার কারণে 0.0000000286*10^0 না এসে 0.000000028*10^0 আসবে। কিন্তু তবুও স্বাভাবিক সংখ্যায় রুপান্তরিত হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ