শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বিশেষভাবে এ নামে কোনো প্রমাণ আসে নাই, কিন্তু তা অপবিত্র জিনিস বিধায় আল্লাহর বাণী: ﴿ ﻭَﻳُﺤَﺮِّﻡُ ﻋَﻠَﻴۡﻬِﻢُ ﭐﻟۡﺨَﺒَٰٓﺌِﺚَ ﴾ ‏[ ﺍﻻﻋﺮﺍﻑ : ١٥٧ ] অর্থাৎ: “আল্লাহ তাদের উপর অপবিত্র জিনিসকে হারাম করেছেন” এর অন্তর্ভুক্ত। [সুরা আরাফ: ১৫৭] এবং তা ক্ষতিকর বিধায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদীস « ﻻ ﺿﺮﺭ ﻭﻻ ﺿﺮﺍﺭ » অর্থাৎ: “নিজের কোনো অনিষ্টতা বা ক্ষতি এবং অন্য কারো ক্ষতি করা যাবে না” এর অন্তর্ভুক্ত।[1] কোথাও নাম ধরে উল্লেখ নেই সিগারেট হারাম,তবে উক্ত আয়াতের আলোকে আমরা বুঝতে পারি সিগারেট মানুষের কঝতি করে,এবং এটি একটি মাদক,সুতরাং এটি খাওয়া হারাম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
TarikAziz

Call

সিগারেট খাওয়া হারাম : কুরআন-হাদীস থেকে প্রমাণ পাওয়া যায় । ১। সিগারেটের গায়ে লেখা থাকে "ধুমপান মৃত্যু ঘটায়": আল্লাহর বাণী- "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫] সবাই জানে কীভাবে সিগারেট একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। ২। সিগারেট-জর্দ্দা নেশাজাতীয় জিনিস : নবী (সা) বলেছেন- " প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার) আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩] ৩। কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার নেশা হতে বাধ্য : রাসূল (সা) বলেছেন- "যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ