julhas

Call

ভালবাসা শব্দটি পবিত্র, তবে বর্তমান যে ভালবাসা তার মধ্যে কোনো পবিত্র নেই, সব ক্ষেত্র আবার নয়। ভালবার জন্য মরা তা বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। সে সারাজীবন জাহান্নামে থাকবে। আল্লাহ আদেশ যে,তোমায় আমি সৃষ্টি করেছি আবার তোমায় আমি নিব আর যে লোক তার বিপরীত করে তার কি শাস্তুি হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

ইসলামের দৃষ্টিতে প্রেম ভালবাসা করা জায়েজ না ! আর ভালবাসার কষ্ট সয্য না করতে পেরে মানে নিজের লাইফ নিজেই ফিনিশ করে মারা গেলে কি রকম শাস্তি হবে এর কোন হিসাব নিকাশ নাই, যা অন্য মৃত্যুর চেয়েও খুব ভয়ানক ধরনের শাস্তি হবে !

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভালোবাসা পাপ নয়,কিন্তু ভালোবাসার মাধ্যমে নোংরামি সৃষ্টি পাপ। যা ইসলাম সমর্থন করে না, ভালোবাসায় হেরে গিয়ে নিজের জীবন শেষ করা মহাপাপ। যাদের কে পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। এজন্য আল্লাহ বলছে ধৈর্যদধারন করতে।আল্লাহ এর উপর বিশ্বাস রাখতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বিয়ে করার আগে কোনো মেয়েকে ভালোবাসা তো দুরের কথা তার দিকে তাকানোও ঠিক না।এতে করে কবিরা গুনাহ হয়।আর ভালোবাসায় ব্যার্থ হয়ে তার কষ্ট সহ্য করতে না পেরে আত্বহত্যা করলে সে গুনাহগার হবে।কারন আত্বহত্বা করা মহাপাপ।যে আত্বহত্যা করবে।মহান আল্লাহ তা আলা তাকে অবস্যই এর শাস্তি দিবেন।এই আত্বহত্বা না করে জীবন বাচানো উচিৎ কারন জীবন বাচানো ফরয।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

ভালোবাসা পাপ নয়।তবে বিয়ের আগে পাপ। আর ভালোবাসার কষ্টে বা যে কোনো ধরনের আত্মহত্যা ইসলামে সমর্থন করে না। আত্মহত্যা করা ইসলামী শরী’আতে একটি জঘন্যতম পাপ যার একমাত্র শাস্তি হল জাহান্নাম। বিশ্ব নবী (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আত্মহত্যাকারীর জানাযা ছালাত আদায় করেননি (দ্রঃ মুসলিম, জানাযা অধ্যায়,হা/১৬২৪): এ থেকে অনুমান করা যায় সে কত বড় পাপী। আত্মহত্যা ইহকাল পরকাল উভয়টি ধ্বংস করে দেয়। তা যে কোন কারণেই সংঘটিত হোকনা কেন। মহান আল্লাহ বলেনঃ আর তোমরা আত্মহত্যা কর না, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়াশীল (সূরাহ নিসা/২৯ )

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ