Call

প্রকৃতিতে খাদ্যশিকল বিচ্ছিন্নভাবে থাকে না। একটি খাদ্যশিকল সঙ্গে অন্যান্য খাদ্যশিকল সম্পর্কযুক্ত। যখন একটি বাস্তুতন্ত্রে একাধিক খাদ্যশিকল পরিলক্ষিত হয় তখন ওই পরিবেশের খাদ্যশিকল খুবই জটিল আকার ধারণ করে এবং এ ক্ষেত্রে বিভিন্ন প্রকার খাদ্যশিকল সদস্যরা পরস্পরের সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত হয়ে ওঠে।বিভিন্ন প্রজাতি দ্বারা আন্তঃসম্পর্কযুক্ত একাধিক খাদ্যশিকল সুসংবদ্ধ বিন্যাসকে একত্রে হয়ে গঠিত হয় খাদ্যজাল। যেমন: খাদ্যশিকল— ঘাস—ঘাসফরিং— ব্যাঙ—সাপ —খাদ্যজাল। একাধিক খাদ্যশিকল মিলে একটি খাদ্যজাল সৃষ্টি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ