Call

স্রী গ্যামেটোফাইডের উৎপত্তি সহজে মনে রাখার শর্টকাট নিয়মঃ ডিম্বকের অভ্যন্তরে একটি স্রিরেণু বিভাজিত হয়ে ৪ টি স্রীরেণু গঠন করে।এর একটি বাদে বাকি তিনটি নষ্ট হয়ে যায়।এই একটি বিভাজিত হয়ে দুটি মেরু নিউক্লিয়াস গঠন করে। দু মেরুতে নিউক্লিয়াস দুটি পরপর দুবার বিভাজিত হয়ে ৪ টি করে মোট ৮ টি নিউক্লিয়াস স্রিষ্টি করে।দু মের থেকে দুটি নিউক্লিয়াস ভ্রুণথলির মাঝখানে এসে মিলিত হয়।ডিম্বকরন্ধ্রের দিকের কোষগুলো গর্ভযন্ত্র ও ডিম্বকমুলের কোষগুলোকে প্রতিপাদ কোষ বলে।গর্ভযন্ত্রের দিকে বড কোষটিকে ডিম্বাণু বলে।আর এসবকিছু মিলিত অবস্থাই স্রীগ্যামেটোফাইট।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ