উৎপাদক জন্ম না নিলে খাদ্যাভাবে ১ম শ্রেণির খাদক সমূহ মারা যাবে। এভাবে ক্রমান্বয়ে উপরের স্তরের খাদক সমূহও খাদ্যাভাবে শেষ হয়ে যাবে। এভাবেই কোনো পুকুরে দীর্ঘদিন উৎপাদক জন্ম না নিলে পুকুরের সম্পূর্ণ বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

বায়ু,সূর্যালোক জড় উপাদান হিসেবে কাজ করে।সবুজ উদ্ভিদ বা উৎপাদক সূর্যের আলোর সাহায্যে সালোকসংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। কাজেই সবুজ উদ্ভিদ উৎপাদক। উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে প্রথম স্তরের খাদক। প্রথম স্তরের খাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে দ্বিতীয় স্তরের খাদক। এখানে ছোট মাছ দ্বিতীয় স্তরের খাদক। ছোট মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করে বড় মাছ। সুতরাং বড় মাছ তৃতীয় স্তরের খাদক। বিভিন্ন ধরনের ছত্রাক ও ব্যাকটেরিয়া বিয়োজক হিসেবে কাজ করে থাকে। এভাবে জড় ও জীব উপাদানগুলোর পারস্পরিক আন্তক্রিয়ার কারণে ওই স্থানে বসবাসের একটি উপযোগী বাস্তুতন্ত্র গড়ে ওঠে। আর দীর্ঘদিন যাবৎ একটি পুকুরে উৎপাদক জন্ম না নিলে বাস্তুতন্ত্র অন্যান্য খাদ্যের অভাবে খাদক বাঁচবে না। ফলে বাস্তুতন্ত্র নিঃশেষ হয়ে যেত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ