প্রায় কয়েক মাস সিম্পনি সেটটি ব্যাবহার করেছি।হটাত করেই একদিন দেখলাম সেটটি নানা ফাংশন এ কাজ করতে পারছিনা যেমন ফেসবোক ইত্যাদি। তারপর হটাত করেই ৬--৭ ঘন্টা পর মোবাইল আর কোন ফাংশন এই কাজ করতে পারিনি।তারপর মোবাঈল বন্দ করে চালু করলাম মোবাইল স্কেন সাদা আর কোন কাজি করতে পারছিনা সাদাই হয়ে রইছে।সেটের মডেল symphony w22
Share with your friends
TarikAziz

Call

আপনার ফোনটি রিকোভারি মোড -এ নিয়ে গিয়ে হার্ড রিসেট দিন, নাহলে ফ্লাস মেরে নিন, যতসম্ভব আপনার software - গন্ডগোল করছে, software উড়ে গিয়েছে।

Talk Doctor Online in Bissoy App

আপনার ফোনের একসাথে কয়েকটি সমস্যা থাকতে পারে প্রথমতো সেটটির আপডেট চলে গেছে, দিত্বীয়তো সাদা হওয়ার কারণ হলো ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা, তৃতীয়ত সফ্টওয়ার ফেসে যাওয়া, চতুর্থ ভাইরাসে আক্রমন করা তাই দেরী না করে একজন মোবাইল ইঞ্জিনিয়ার কে দেখিয়ে মোবাইল ফ্লাস করুন তাহলে ঠিক করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App