Call

অ্যান্ড্রয়েড তিন ভাবে গরম হয়। ১। টাচস্ক্রিণ গরম হওয়া। ২। ব্যাটারি গরম হওয়া। ৩। ব্যাটারির উপরের অংশ অর্থাৎ মোবাইলের মাথার দিকটা গরম হওয়া। সমাধানঃ ১। টাচস্ক্রিণ গরম হলে Restart/Reboot দিন। ২। ব্যাটারি গরম হলে নতুন ব্যাটারি কিনুন। ৩। ব্যাটারির উর্ধ্বাংশ গরম হলে মোবাইলের অতিরিক্ত ব্যাবহার বন্ধ করুন। যেকোনো সময় মোবাইলের সফটওয়্যার লস্ট হতে পারে।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

আপনি যখন ব্যবহার করবেন তখন চার্জ দেবেন না, আর আপনার মোবাইলের brightness একটু কমিয়ে রাখুন এবং coolify অ্যাপটি ডাউনলোড করে নিন, এই অ্যাপটি আপনার background অ্যাপ বন্ধ করে আপনার মোবাইলকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। <ধন্যবাদ>

Talk Doctor Online in Bissoy App