,নো বলে কখনই স্ট্যাম্পিং হয় না। ক্রিকেটের নো বলে নিয়ম হল বোলার উইকেট পাবে এমন কোনো আউট নো বলে হবে না। কাজেই নো বলে হিট উইকেটও হবে না। তবে রান আউট হবে। হ্যান্ডল দ্যা বল হবে। এছাড়া বোলারের উইকেট ছাড়া আরো যে দুইভাবে আউট হওয়া যায় সেভাবে হবে। আইন-২৪ : নো বল - কোন কারণে বোলার ভুল জায়গায় বোলিং করলে, বল ডেলিভারির সময় তার কনুই সোজা না রাখলে, বিপজ্জ্বনকভাবে বোলিং করলে, বল দুইবার বাউন্স বা ব্যাটসম্যানের কাছে গড়িয়ে গেলে, ফিল্ডার অবৈধস্থানে অবস্থান নিলে বলটি নো বল হিসেবে গণ্য হবে।[৭] নো বলের কারণে ব্যাটিং দল অতিরিক্ত রান পাবে। এছাড়াও দৌঁড়ে রান নিলে তা-ও যুক্ত হবে। নো বলে ব্যাটসম্যান আউট হবেন না। তবে রান-আউটের শিকার হতে পারেন অথবা বল হাতে ধরলে, বলকে দুইবার আঘাত করলে বা ফিল্ডিংয়ে বাঁধা দিলে ব্যাটসম্যান আউট হবেন। সুত্র:ক্রিকেট আইন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ