ফেইসবুক ভেরিফাই করতে চাই আমার প্রোফাইল। এর জন্য আইডি লাগবে, আরও কিছু লাগবে? আইডি আমার নাই তাই সফ্টওয়ার দিয়ে বাংলাদেশ এর আইডি বানাবো। কম্পিউটারে আইপি চেন্জ করব USA করে তারপর ভেরিফাই এর জন্য রিকু করব। এখন কারোর কোন সাজেশন আছে যে কি প্রমাণ, ছবি, দিলে ভেরিফাই স্টেটাস দিবে। তবে আমি কোন এক্টর সিংগার না।
Share with your friends
Unknown

Call

কোন লাভ নেই। এসব করে জিবনেও ভেরিফাই স্ট্যাটাস পাবেননা। ভেরিফাই করতে অবশ্যই আপনাকে উল্লেখযোগ্য ব্যক্তি হতে হবে। আমার সাজেশন, এসব উল্টাপাল্টা চিন্তা বাদ দিন। ভেরিফাইড হয়ে কেউ পাবলিক ফিগার হয়না, পাবলিক ফিগার হয়েই ভেরিফাইড হয়।

Talk Doctor Online in Bissoy App