avir

Call

উপদেশ ১ : আপনি কী বিবাহিত যদি বিবাহিত হন এবং স্বামী সাথে সহবাস করেন সেই ক্ষেত্রে.. সাধারণত পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে ভিবিন্ন রকমের পিল ব্যবহার করার কারণে এতে পিরিয়ড এর ডেট পরিবর্তন হয়ে যায়। আপনার যদি মনে এমন টা সন্দেহ হয় তাহলে ফার্মেসি দোকান থেকে 15 টাকা বা ৫০ টাকা দিয়ে একটি বেবী চেক কুইক স্ট্রিপ নিন আর ঘরে বসে চেক করুন আপনি প্রেগন্যান্ট কিনা প্যাকেটের গায়ে বিস্তারিত লিখা আছে পজেটিভ আসলে দ্রুত ব্যবস্থা নিন উপদেশ ২: মেনস দু, তিন আগে পিছে হতে পারে তারজন্য চিন্তার কোন কারণ নেই, পরবর্তীতে মেনস স্বাভাবিক ভাবে শুরু হবে আর যদি না হয় সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার এর চিকিৎসা নিতে হবে কারণ, ডাক্তার ছাড়া এই ধরনের সমস্যার চিকিৎসা দেওয়া খুবই মুশকিল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ