শেয়ার করুন বন্ধুর সাথে

পাকিস্তান ভারতের মধ্যে যে শত্রুতা তার মূল কারন দুই দেশের অমিমাংশিত সিমানা কাশ্মির। এই কাশ্মিরকে দুই দেশই নিজের বলে দারী করে কিন্তু মুসলিম প্রধান কাশ্মিরের কিছু দল পাকিস্তানের মধ্যে থাকতে চায় আর কিছু চায় ভারতের সাথে থাকতে তবে সেখানকার সবথেকে বেশি মানুষ একটা স্বাধীন কাশ্মির রাষ্ট্র চায়। এছাড়া পাঞ্জাব আর রাজস্থান দ্বিখন্ডিত করে দুই দেশের মধ্যে ভাগ করে দেয়ার ফলে উভয় দেশের জনগনের মধ্যে অসন্তোষ বাড়তে থাকে আর সেটার ফলাফল একাধীকবার যুদ্ধ। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সীমানা হিসাবে এক নাম্বারে কাশ্মির সিমান্তকে ধরা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ