কোন খাবারে মধ্য কোন ভিটামিন আছে। ভিটামিন এ, বি, সি,ডি.....ইত্যাদি। সকল প্রকার খাবারে পূথক পূথক ভিটামিন এর নাম জানতে চাই।
শেয়ার করুন বন্ধুর সাথে

কোন খাবারে কি ভিটামিন আছে দেখে নিন ভিটামিন এ : সবুজ ও হলুদ শাক- সবজি, ফলমূল, মাছের তেল বা তেলযুক্ত মাছ, ঘি, মাখন, দিমের কুসুম,দুধ, যকৃত, বিক্ক ইত্যাদি। সাধারনত যে শাক- বা ফলের রঙ যত গাঢ় তাতে ভিটামিন এ এর পরিমাণ ততো বেশি। নায়াসিন বা ভিটামিন বি ৬ : ঢেঁকি ছাঁটা চাল, মটরশুঁটি, ভুট্টা, মাছ,মাংস, ডিম, দুধ ইত্যাদি । ভিটামিন বি ১২ : যকৃত, মাংস, ডিম, বিক্ক, মাছ, দুধ, পনির প্রভৃতি । ভিটামিন সি : টাটকা শাকসবজি, লেবু, আমলকী, কমলা, লিচু, তরমুজ, আপেল, আনারস, পেঁপে, বড়ই, ছোলা, মুগ। ভিটামিন ডি : ভিটামিন এ যুক্ত খাবার ও সূর্যের আলো পেলে শরীর নিজেই ভিটামিন ডি তৈরি করে। ভিটামিন ই : শাকসবজি, ডিম, চাল, গম, ছোলা, মটরশুঁটি, যকৃত। ধন্যবাদ পরামর্শ দিয়েছেন : ডাঃ এম রহমান রাজীব ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ইস্পাহানী ইসলামিয়া আই হসপিটাল, ফার্মগেট চেম্বার- খিলগাঁও ডায়াবেটিক ও স্পেশালাইজড ডক্টর’স চেম্বার

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ