কাউকে মোল্লা বলে ডাকা ইসলামে আদেশ ও করে না তেমন নিষেধও করে না।এটা এমন কোন বিষয় নয় যে তাকে মোল্লা বললে ইসলামের বা তার ক্ষতি হবে তবে হ্যাঁ, কেউ যদি ফাসিক হয় আর তার তখন প্রশংসা করা হয় আল্লাহর আরশ সেখানে কেপে উঠে।সেবিষটা মাথায় রেখে যদি সেরকম না হয় তাহলে সমস্যা নেই।সে নামাজ পরে না সেটা তার ব্যাপার,তবে সে যে মোল্লার মত লেবাস রেখেছে তাই তাকে সেটা বললে খুব দোষের কিছু হবে বলে মনে হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ