Call

সব নামাজেই হতে পারে। কেননা আল্লাহর জন্যই সব নামাজ পড়া হয়।আল্লাহর সাথে যদি কোনো ব্যাক্তির সম্পর্ক বালো থাকে, তবে যেকোনো নামাজের দোয়াই আল্লাহর দরবারে কবুল হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

উত্তরঃ যে কোনো নামাযের মধ্যে সিজদাতে দুয়া করা যাবে। দুয়া করার জন্য নামায ব্যতীত শুধু সিজদা করা জায়েজ নয়। শুধুমাত্র তেলাওয়াতের সিজদাহ ও শুকরিয়ার সিজদাহ ছাড়া, নামায ব্যতীত অন্য কোন সিজদাহ করা বৈধ নয়। প্রশ্নঃ ফরয নামাযে দুয়া করতে পারবো নাকি সুন্নত/নফল নামাযের সিজদাতে দুয়া করতে হবে? উত্তরঃ যে কোনো নামাযের সিজদাতে দুয়া করা যাবে, চাই সেটা ফরয হোক আর নফল সুন্নত হোক, কারণ, রাসুলুল্লাহ (সাঃ) আমভাবে সিজদাতে দুয়া করতে বলেছেন, তিনি শুধুমাত্র নফল সুন্নতে করার জন্য আর ফরয নামাযে না করার জন্য – এইরকম ভাগ করে দিয়ে যান নি। তাই, এই কথা বলার কারো অধিকার নাই, ফরয নামাযে করা যাবেনা। যে এইরকম করবে সে কোনো দলীল ছাড়াই শরীয়ত বানানোর দায়ে অভিযুক্ত হবে। (শায়খ আব্দুল আজীজ বিন বাজ এই ফতোয়ার পক্ষে মত দিয়েছেন)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোন নামাজেই সেজদার মাঝে সেজদার তাসবিহ ছারা আর কোন দুয়া করা যাবেনা।এমন কি নফল নামাজে ও না।নামাজ শেষ করে আলাদা ভাবে সেজদার মাধ্যমে দুয়া করতে হবে।তারপরেও না বুঝে থাকলে স্থানীয় আলেমদের নিকট ভাল ভাবে বুঝে নিলে ভাল হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

ফরজ নামাজ, সুন্নাত নামাজ, নফল নামাজ সব নামাজেই সেজদায় দোওয়া করা যাবে। কোনো নামাজকেই নিদ্দিষ্ট করা হয়নি। তবে এ বেপারে কিছুটা মতানৈক রয়েছে কেউ বলেছেন পড়া জাবে না আবার কেউ বলেছেন পড়া জাবে। তবে বিশুদ্ধ মত হলো পড়া জাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
mizanvuiyan

Call

মহান আল্লাহ্ তা'আলা বলেছেন যে,

"হে মুমিন গন! তোমরা ধৈর্য্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন"

(আল বাক্বারাহ:১৫৩)

সিজদা হলো দুয়া কবুলের সবচেয়ে উত্তম সময়। রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, “বান্দা যখন সিজদা করে সে তখন তার
রব্বের সবচেয়ে নিকটে পৌঁছে যায়। অতএব তোমরা ঐ সময় বেশি বেশি দুয়া করো”
অন্য হাদীসে এসেছে, “তোমরা সিজদাতে দুয়া করতে চেষ্টা করো, আশা করা যায় তোমাদের দুয়া কবুল করা হবে।”
মুসলিম, মিশকাত হা/৮৯৪।

সুতরাং,নামাজে নির্দ্বীধায় আল্লাহ্ র কাছে প্রার্থনা করা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ