শেয়ার করুন বন্ধুর সাথে
Call

নামাযে ১৪টি ফরয। নামাযে মোট চৌদ্দটি ফরযের মধ্যে নামায শুরুর আগেই ৭টি ফরয, আর নামাযের ভেতরে ৭টি ফরয । (ক) নামাযের বাইরের ৭টি ফরয : শরীর পাক, পরনের কাপড় পাক, নামায পড়ার স্থান পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত চিনে নামায পড়া ও নিয়াত করা। (খ) নামাযের ভিতরের ৭টি ফরয : তাকবীর তাহরীমা, দাঁড়ানো, কিরাআত, রুকু, সিজদা, শেষ বসা ও মুসল্লীর ব্যক্তিগত কাজের মাধ্যমে নামায শেষ করা । এক্ষেত্রে সালাম সর্বোওম কাজ। সব নামাযে মোট ১১টি ওয়াজিবঃ ১. সূরা ফাতিহা পড়া, ২. সূরা ফাতিহার পর কুরআনে আরও কিছু পড়া, ৩. রুকুতে কিছুক্ষণ বিলম্ব করা, ৪. রুকুথেকেউঠে স্থিও হয়ে দাঁড়ানো ৫. সিজদায় কিছুণ বিলম্ব্ করা, ৬. দু’ সিজদার মাঝে স্থির হয়ে বসা ৭. প্রত্যেক বৈঠকে তাশাহুদ পড়া, ৮. সালাম শব্দ দ্বারা নামায শেষ করা, ৯. ফরয ও ওয়াজিবগুলো তারতীব মতো আদায় করা, ১০. ফরয নামাযে ফজর, মাগরিব ও ইশায় আওয়াজ করে কিরাআত পড়া এবং যোহর ও আসরে আওয়াজ না করা। ১১. তা’দীলে আরকান অর্থাৎ নামাযের রুকনসমূহ (কিরাআত, রুকু, সিজদা ) ধীরে সুস্থে আদায় করা । অতিরিক্ত আরও ৩টি ওয়াজিব ১. তিন ও চার রাকাআতের নামাযে দুরাকাআতের পর বসা। ২. বিতরের নামাযে দোয়া কুনুত পড়া। ৩. দু ঈদের নামাযে তাকবীর পড়া আসুন এই আসরের ওয়াক্ত থেকেই শুরু করি নিজের জন্য সঞ্চয় করা……..

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ