প্রতিদিন ত্রকটা করে বেদানা খেলে কেমন উপকার আছে?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

প্রতিদিন আমরা কোনো না কোনো ভাবে তেল চর্বি জাতীয় খাবার গ্রহণ করে থাকি এর ফলে আমাদের ধমনীর আবরণে চর্বি জাতীয় পদার্থ জমে। যার ফলে ধমনী আস্তে আস্তে শক্ত হয়ে সংকুচিত হতে থাকে। হাতের কাছেই আছে হৃদরোগ ভালো রাখার উপায়। মাংস পেশিতে দ্রুত অক্সিজেন পৌঁছে দেয় বেদানা রস। প্রতিদিন একটা বেদানার রস আপনাকে দিতে পারে হৃদরোগের হাজারো সমস্যা থেকে মুক্তি। নিয়মিত বেদানার রস এই চর্বির স্তরকে গলিয়ে পরিষ্কার করে। বেদানায় উপস্থিত থাকা অ্যান্য়- অক্সিডেন্ট কোলেস্টরল নিয়ন্ত্রণ রাখে। আমদের শরীরে রক্তের মধ্যে মোনোসাইট কেমোট্যাকটিক প্রোটিন ক্ষতিকর পদার্থ কমিয়ে ফেলে। আর তাই এটি খাওয়া ভালো সাস্থ্যের জন্য।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ