Call

১.আপনাকে কতটা সময় দেয় তা খেয়াল করুন, ২.আপনার প্রতি কতটা কেয়ারিং লক্ষ্য করুন। ৩.স্বামী আপনাকে কতটা ভালোবাসে দেখুন আর এইসবের ভিত্তিতেই স্বামীকে বিশ্বাস করুন। আর মনের মাঝে বিশ্বাস রাখুন আপনার স্বামী কেবল আপনার এ অন্য কারো না,এটাই স্বামীর প্রতি বিশ্বাসের অন্যতম উপায়। স্বামীকে অযথা সন্দেহ করে পারিবারিক কলহ সৃষ্টি করবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

দাম্পত্ত সম্পর্কটা বিশ্বাসের উপর ভিত্তি করেই টিকে থাকে। বিশ্বাস জিনিসটা মনের ভেতর থেকে আসে, এটা অংক কষে হয় না। কারো প্রতি বিশ্বাস থাকা ভাল তবে অন্ধ বিশ্বাস করাটা বোকামি। স্বামীর আচার-আচরন সুক্ষভাবে যাচাই করবেন যাতে তিনি বুঝতে পেরে মনে কষ্ট না পায়। কোন ভূলক্রটি থাকলে খোলা মনে আলোচনা করে সমাধান করুন। মানুষ মাত্র ভূল করে আবার অনেকে নিজের অজান্তেই অনেক ভুল করে যেগুলো কেউ আলোচনা করলে সে উপলব্ধি করতে পারে। সব থেকে বড় কথা স্বামীর সাথে বন্ধুত্বপুর্ণ সম্পর্ক তৈরি করুন তাহলে দাম্পত্ত জীবন উপভোগ্য হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ