Mdnurnabi

Call

জীবন অনেক সহজ এটাকে আমরা জটিল করে ফেলি কারন হল।জীবনটাকে সহজ অর্থে বুঝতে না পারা।জীবনের প্রতি উদাসীনতা।জীবনে চলার পথে অনেকনীতি আছে এগুলোকে সঠিকভাবে না মেনে চলা।প্রথম শর্ত হল আমাদের এ পৃথিবীতে কেন পাঠিয়েছে এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি জীবনটাকে সহজভাবে গড়তে পারবেন।আপনার কাছে জীবন আর জটিল মনে হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

জীবন জীবনের মত, আমরাই একে সহজ কিংবা জটিল করি| সব কাজ যদি সময়ের মধ্যে করি এবং সঠিক ভাবে করি, ভালো কাজ করি তাহলেই জীবনটা সহজ হবে, কিন্তু আমরা তা করিনা, তাই জীবন জটিল হয়ে যায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

কে বলল জীবন কটিন এক দমেই না, জীবন কটিন না সহজ এটা নির্ভর আপনার নিজের কাছে! আপনি যদি জীবনকে কটিন ভাবে চালান তাহলে জীবন আপনার কাছে কটিন মনে হবে! আপনি জীবনকে বুজতে শিখুন তাহলেই দেখবেন জীবন আপনার কাছে সহজ হবে!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
BidhanDey

Call

জীবনে চলার পথে যদি আমরা ভূল পথে পা বাড়াই, তাহলে জীবন চলার পথটা জঠিল হয়ে যায়। যদি আমরা নিজে থেকে শুরু থেকে সঠিক পথে চলি, তাহলে আর সমস্যা হবে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ