Call

ক্লাসে কম কথা বলে স্যার এর পড়ায় মন দেয়া একটি ভালো ছাত্রের অনেক বড় গুণ, আর যখন কেউ একটা কাজ মন দিয়ে করে পারিপাশ্বিক অবস্থা তাকে আগ্রহী করে,সে তার কাজ নিয়েই ব্যস্ত থাকে,আর একজন ভাল ছাত্র স্কুলে শুধু পড়ালেখা করতে যায় মেয়েদের সাথে কথা বলতে নয়,তবে হ্যাঁ এটি বদ-অভ্যাস নয়,প্রয়োজন এ কথা বলতেই পারে,তবু ফ্রেন্ড সার্কেল এ ওই ছাত্রটাই থাকে সবচেয়ে বেশি সক্রিয়।। কাজে আগ্রহী, অযথা চিন্তা না করা,বকবক না করা,এইসব ভালো ছাত্রের গুণ। এটাই কারন বলে ধরে নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

তাদের এরকম হওয়ার মূল কারণ গুলো হলো.... ১. তারা তাদের দ্বায়িত্ব পালনে সচেতন, ২. তারা তাদের লক্ষে গমন করাকে বড় মনে করে, ৩. নিজের কাজকে গুরুত্বপূর্ণ মনে করে এবং গুরুত্ব দেয়,৪. অন্য বিষয় গুলোকে গুরুত্বহীন মনে করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ