কুকুরের শরীর নাপাক নয়। এর শরীরে কাপড় স্পর্শ করলে শরীর/কাপড় নাপাক হবে না। তবে কুকুরের লালা নাপাক। যদি কুকুর ধরার সময়, কুকুরের লালা কাপড়ে লেগে যায় তবে কাপড় নাপাক হয়ে যাবে। অন্যথায় নাপাক হবে না। এছাড়া কুকুরের শরীরে তরল নাপাক লেগে থাকলে সেক্ষেত্রেও তা স্পর্শ করলে শরীর/কাপড় নাপাক হয়ে যাবে। লালা না লেগে যদি শুধু শরীর স্পর্শ হয়, তবে ওজু করেই নামাজ পড়া যাবে । আর লালা বা অন্যকোন নাপাক তরল লাগে তাহলে গোসল/কাপড় পাল্টাতে হবে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ