Call

ওযুতে চার ফরয যথাক্রমে ক. মুখমন্ডল ধৌত করা, খ. উভয় হাত কনুই পর্যন্ত ধৌত করা, গ. মাথা মাসেহ করা, ঘ. উভয় পা গোড়ালী পর্যন্ত ধৌত করা। উক্ত চার ফরযের কিছু অঙ্গ ধৌত করার পর বা অযু পূর্ণ হওয়ার পর অযু ভেঙ্গে গেলে তখন অযু পুনরায় শুরু করতে হবে। কারণ অযুর চার ফরযের কোন একটি বাদ পড়লে অযু হবে না। [ওমাদাতুর রেয়ায়া ও শরহুল বেকায়া]

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ