Call

আসুন, প্রথমে দেখি অমুসলিম বিবাহের ব্যাপারে কোরআনে কি লেখা আছে: وَلاَ تَنكِحُواْ الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلأَمَةٌ مُّؤْمِنَةٌ خَيْرٌ مِّن مُّشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلاَ تُنكِحُواْ الْمُشِرِكِينَ حَتَّى يُؤْمِنُواْ وَلَعَبْدٌ مُّؤْمِنٌ خَيْرٌ مِّن مُّشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُوْلَـئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللّهُ يَدْعُوَ إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ আর তোমরা মুশরেক নারীদেরকে বিয়ে করোনা, যতক্ষণ না তারা ঈমান গ্রহণ করে। অবশ্য মুসলমান ক্রীতদাসী মুশরেক নারী অপেক্ষা উত্তম, যদিও তাদেরকে তোমাদের কাছে ভালো লাগে। এবং তোমরা (নারীরা) কোন মুশরেকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ো না, যে পর্যন্ত সে ঈমান না আনে। একজন মুসলমান ক্রীতদাসও একজন মুশরেকের তুলনায় অনেক ভাল, যদিও তোমরা তাদের দেখে মোহিত হও। তারা দোযখের দিকে আহ্বান করে, আর আল্লাহ নিজের হুকুমের মাধ্যমে আহ্বান করেন জান্নাত ও ক্ষমার দিকে। আর তিনি মানুষকে নিজের নির্দেশ বাতলে দেন যাতে তারা উপদেশ গ্রহণ করে। (সূরা: আল বাক্বারাহ | আয়াত: ২২১) তাহলে বুঝতে পারছেন যে অমুসলিম কোন ছেলে/মেয়েকে কোন মুসলিম ছেলে/মেয়ের পক্ষে বিয়ে করা জায়েজ নয়। আপনার ক্ষেত্রে যদি মেয়েটি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহন করে, কেবল তখনই আপনি বিয়ে করতে পারবেন। তবে কোনভাবেই জোর-জবরদস্তি অথবা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করানো যাবে না। আপনার ক্ষেত্রে, মসজিদের ঈমাম অথবা কোন আলেম ব্যাক্তিকে ডেকে প্রথমে মেয়েটিকে মুসলিম বানাতে হবে। তারপর ইসলামী নিয়মে বিয়ে করলে ধর্মীয় দিক থেকে কোন সমস্যা হবে না, ইনশাল্লাহ্।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ