শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার প্রশ্নের মুলত সঠিক ব্যাখা নেই। কারন এটি হিন্দু পুরাণ অনুসারে কাহিনী। এর কোন সত্যতা নেই। তবে পুরাণে ব্যাখা আছে। হনুমানের পিতাকে প্রাই সকলে অবমাননা বা অপমান করত। তিনি এক সময় চিন্তা করেন তার সন্তানকে যেন অপমান না হতে হয়। তাই তিনি একজন মানুষকে বিবাহ করেন। কারন মানুষকে জীবকুলে বুদ্ধিমান বলা হত। এভাবেই হনুমান মানুষ গর্ভে জন্ম নেয়। অন্য এক পুরানে লেখা আছে হনুমানের পিতা একবার এক রাজাকে বিপদে সাহায্য করেন। তখন রাজা তাকে বর চাইতে বলেন। হনুমানের পিতা রাজার কন্যাকে স্ত্রী হিসেবে চান। তবে আমার জানামতে হনুমানের মাতা কোন মানুষ ছিলেন না। তিনি একজন সর্গের অধিবাসী ছিলেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ