samsung galaxy s4 phn use kori ai phn dia ise korbo. pls bolen ki vabe ki korbo.
Share with your friends

Call

ডেক্সটপ বা ল্যাপটপে আপনার মোবাইল ফোনের (Samsung Galaxy S4) ইন্টারনেট চালাতে হলে মোবাইল ফোনের Hotspot সুবিধাটি ব্যাবহার করতে হবে।

এর জন্য আপনি নিচের ধাপগুলি অনুসরন করুন:
১. মোবাইল ফোনের নটিফিকেশন বারটি ওপেন করুন।
২. নটিফিকেশন বার থেকে  চিহ্নে ক্লিক করুন। [Settings ওপেন হবে]
৩. Connections ট্যাবে ক্লিক করুন।
৪. More Networks এ ক্লিক করুন।
৫. Portable WiFi Hotspot এ ক্লিক করুন। [welcome page পেজ ওপেন হবে]
৬. Network SSID বক্সে যেকোন একটি নাম দিন।
৭. WPA PSK অপশনটি সিলেক্ট করুন।
৮. Save বাটনে ক্লিক করে বের হয়ে আসুন।
৯. আবার আপনার ডেক্সটপ বা ল্যাপটপের WiFi অন করে সার্চ দিন। আপনি মোবাইলের Network SSID বক্সে যে নাম দিয়েছিলেন, সেটি পেলে তার উপর ক্লিক করে কানেক্ট করুন।

আশা করি এভাবে আপনি আপনার মোবাইলের ইন্টারনেট আপনার ডেক্সটপ বা ল্যাপটপে ব্যাবহার করতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

ফোনের ডাটা কানেকশন অন করেন। তারপর পিসির সাথে ডাটা ক্যাবলের সাহায্যে কানেক্ট করুন। এবার ফোনের Setting ->More ->Tethering & portable hotspots ->Usb tethered. এ টিক দিন। ব্যাস আপনার কাজ শেষ। ৩০ সেকেন্ড এর মধ্যে পিসিতে নেট কানেকশন পেয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App