এনড্রয়েড ফোন থেকে পিসিতে ইউএসবি এর সাহায্যে নেট চালাতে চাই, কি কোরতে হবে,
শেয়ার করুন বন্ধুর সাথে

সেটের মডেল উল্লেখ করলে ভাল হত।  প্রথমে অাপনার ফোনের ম্যানুয়ালে থেকে দেখে নিন সেটটা usb modem সাপোর্ট করে কি না। যদি করে তাহলে সেখানেই বিস্তারিত দেয়া থাকে। অার host spot দিয়েও পিসিতে ইন্টারনেট চালাতে পারবেন তবে পিসির জন্য একটা usb wireless lancard লাগবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনাকে পিসি সুইট নামক একটি সফটওয়ার লাগবে | ঐ সফটওয়ারটি পিসিতে ইনস্টল করে আপনার ফোনটি ডাটা ক্যাবলের মাধ্যমে যুক্ত করে  মোডেম হিসাবে চালাতে পারবেন |

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

প্রথমে মোবাইলের ডাটা কানেকশন অন করুন তারপর ডাটা কেবলের সাহায্যে মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন তারপরে যাবেন মোবাইলের Setting->more->Tethering & portable hotspot->Usb tether  অন করে দেন কাজ শেষ। ১০ সেকেন্ডের মধ্যে দেখবেন কম্পিউটারে নেট কানেকশন পেয়ে গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ