TeamViewer কি ভাবে install করে? ছবি সহ দিবেন ভাই। আর install করার পর কি করতে হয়। আর কি ভাবে pc k মোবাইলের মাধ্যমে চালাবো?
Share with your friends

Call

Team Viewer ইনষ্টল করতে নিচের ধাপগুলি অনুসরন করুন:

১. প্রথমে TeamViewer_Setup.exe ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন।
http://www.wikihow.com/Use-TeamViewer#/Image:Use-TeamViewer-Step-3-Version-3.jpg 
২. Run as administrator এ ক্লিক করুন। 
http://www.wikihow.com/Use-TeamViewer#/Image:Use-TeamViewer-Step-4-Version-3.jpg
৩. Basic installation অপশনটি সিলেক্ট করুন।
http://www.wikihow.com/Use-TeamViewer#/Image:Use-TeamViewer-Step-5-Version-3.jpg
৪. Personal / Non-commercial use অপশনটি সিলেক্ট করুন।
http://www.wikihow.com/Use-TeamViewer#/Image:Use-TeamViewer-Step-6-Version-3.jpg
৫. Accept - finish বাটনে ক্লিক করুন। [ইনষ্টল কম্পিলিট হবে]
৬. Team Viewer টি রান করুন।
৭. মোবাইলের Team Viewer এ Partner ID -র জায়গায় কম্পিউটারের Team Viewer এর Your ID দিন। 
http://www.wikihow.com/Use-TeamViewer#/Image:Use-TeamViewer-Step-9-Version-3.jpg
৮. পাসওয়ার্ড বক্স দেখালে সেখানে কম্পিউটারের Team Viewer এর পাসওয়ার্ড দিন। 
৯. কিছু সময় অপেক্ষা করুন।
১০. এবার মোবাইলের স্ক্রিনে কম্পিউটারের স্ক্রিন দেখতে পারবেন। সাধারনভাবে এক্সেস করুন।

Talk Doctor Online in Bissoy App