শেয়ার করুন বন্ধুর সাথে
Call

হযরত মুসা (আঃ) তার শ্বশুরের মেষ পালন(মেষ চরানো)কার্যে ৮ বছর নিয়জিত থেকে দেনমোহর পরিশোধ করেছিলেন । প্রথমে চুক্তি ছিলো ৮ বছর এবং পরে সইচ্ছায় আরও ২ বছর মেষ চরায় । তার শ্বশুরের নাম ছিলো হযরত সোয়াইব (আঃ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

Call

একজন মিসরীয়কে হত্যার অপরাধে মূসার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছিলেন ফেরাউন। গ্রেফতারের হাত থেকে বাঁচার জন্য তিনি মিসর থেকে মদিনায় গমন করেন। মদিনায় এসে তিনি হযরত শোয়েব (আ:) এর আশ্রয় গ্রহন করেন ও তাঁর জৈষ্ঠ্য কন্যা সফুরা-কে বিয়ে করেন। নবী মুসা(আ.) যখন মিশর থেকে মদিনায় এসে সাফুরাকে বিয়ে করেন তখন তার মোহর দেওয়ার মতো কোন ক্ষমতাই ছিল না। সে কারনে সাফুরার পিতা (হযরত শোয়েব (আ:)) -কে তিনি কোন প্রকার মজুরি ছাড়াই দশ বছর সাফুরার বাবার গবাদি পশু চারণ ও পালন করে প্রতিদান হিসাবে তার শ্রম উপহার দেন। তথ্যসূত্র: ১. http://arts.bdnews24.com/?p=4831 ২. http://prajanma.com/bangla/index.php/2014-07-18-16-20-51/35-2013-09-30-11-22-47

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ