talalakhan

Call

ইসলামকে ব্যাবহার করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সহজ ব্যাবসা হল মাজার ব্যাবসা। মাজারে কোনকিছু মানত করা হারাম, ওখানেে গিয়ে কোনকিছু চাওয়াও নিষিদ্ধ। এটা একরকম ভন্ডামি ছারা আর কিছু নয়। ইসলামে এর কোন স্থান নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
ShiponChy

Call

আল্লাহতো একজনই। আল্লাহর সাথে মাজারের কিসের সম্পর্ক !!! । ইসলাম ধর্মে মাজারের কোন স্থান নাই। সবই মুসলমান নামধারী নির্বোধ মানুষের সৃষ্টি। আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর সাথে কোন কিছুই শরীক করা যায় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

বর্তমানে যে ধরনের মাজারগুলো দেখা যায় এগুলো স্রেফ ধর্ম ব্যবসা ছাড়া কিছুইনা। এগুলোতে যা যা করা হয় তার অনুমতি ইসলাম কখনোই দেয়না, এগুলো শিরক আর কুফরির অন্তর্গত। মাজারে যদি সত্যিই কোনো সম্মানীয় ব্যাক্তি শায়িত থাকেন তাহলে তার উসিলায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে, কিন্তু সরাসরি ঐ ব্যাক্তির নিকট চাইলে শিরক হয়ে যাবে। এছাড়া মাজারে উল্টোদিকে নামাজ পড়া, সেজদা করা এসবও কিন্তু কঠোর ভাবে নিষিদ্ধ। তাছাড়া এমনিতেও ইসলামি বিধিনিষেধ মানে এরকম মাজারে যাওয়ার চেয়ে নফল নামাজ পড়ে দোয়া করা বা মা বাবার খিদমত করা আরও বহুগুণ উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ