উল্লেখ উইন্ডস ওল্ড নামে দুটি ফোল্ডার আছে।
Share with your friends

Call

হ্যাঁ, আপনার আগের উইন্ডোজের ফাইল থেকে গেছে বলেই এত জায়গা দখল করে বসে আছে। এই অবস্থায় সরাসরি আগের Windows Old নামের ফোল্ডারটি মুছে দিলে নতুন উইন্ডোজে সমস্যা করতে পারে। আপনি একটা কাজ করতে পারেন...

C:\ ড্রাইভে কোন জরুরী ফাইল থাকলে তার ব্যাকআপ নিয়ে নিন এবং নতুন করে উইন্ডোজ দিয়ে দিন। তবে এবার উইন্ডোজ দেওয়ার সময় "Custom (advanced)" হিসাবে ইনষ্টল দিবেন, "Upgrade" না। Custom (advanced) এর পরবর্তী ধাপে C:\ ড্রাইভ সিলেক্ট করে ফরমেট দিন। এর ফলে আগের সব অবাঞ্চিত ফাইল মুছে যাবে এবং আপনি ২০০ জি:বা: ফিরে পাবেন। Upgrade দিলে আগের উইন্ডোজের ফাইল থেকে যায়।

Talk Doctor Online in Bissoy App