প্রস্রাবে জ্বালাপোড়া সৃষ্টি করার প্রধান জীবাণুটি হলো ব্যাকটেরিয়া। তবে ছত্রাক বা ফাঙ্গাস এ ধরনের প্রদাহ ঘটায়। ছেলেদের মূত্রনালী পায়ুপথের খুব কাছে থাকে বলে সহজেই জীবাণু প্রবেশ করতে পারে। ই-কলাই নামক জীবাণু শতকরা ৭০-৮০ ভাগ প্রস্রাবের প্রদাহের কারণ। তাই আপনি দেরি না করে একজন হোমিও ডাক্তারকে দেখান আসা করি ঠিক হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call

হোমিও Cantharis 200 ঔষুধ টি ৫-৬ টি বড়ি দৈনিক ২ বার খাবেন। আশা করি সমস্যা সমাধান হবে।

Talk Doctor Online in Bissoy App